ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামের বাসিন্দারা গ্যাস সংযোগ ও সরবরাহ নিয়ে তীব্র সংকটে ভুগছেন। একসময় ‘তিতাস গ্যাস’ নামে পরিচিত থাকলেও বর্তমানে ‘বাখরাবাদ গ্যাস’ নামে পরিচিত এই লাইনে গ্যাসের চাপ একেবারেই নেই। এতে করে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আজ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্মারকলিপিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস লাইন চালুর পর থেকেই ভাদুঘর গ্রামে ‘তিতাস গ্যাস’ নামে একটি লাইন থেকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। এই লাইনের মাধ্যমে অনেকেই গ্যাস ব্যবহার করে আসছিলেন। কিন্তু দুঃখের বিষয়, কিছু অসাধু ব্যক্তি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এই লাইনের নাম পরিবর্তন করে ‘বাখরাবাদ গ্যাস’ নামে নামকরণ করে দিয়েছে। এর ফলে সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, ভাদুঘর গ্রামের অধিকাংশ বাড়িতেই গ্যাসের কোনো সংযোগ নেই। শীতকালে বৃদ্ধ বয়সের মানুষের গোসলের জন্য পানি গরম করতেও গ্যাসের সংযোগ না থাকায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। নতুন করে গ্যাস সংযোগ পাওয়ার জন্য গ্রামবাসীরা বারবার দাবি জানালেও তা পূরণ হচ্ছে না।
এছাড়াও, গ্যাস সংযোগের জন্য সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দালালদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার পরও তারা গ্যাস সংযোগ দিচ্ছেন না। এতে করে সাধারণ মানুষ হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। গ্রামবাসীরা স্থানীয় গ্যাস অফিস থেকে বিভিন্ন লোকজনের হয়রানি ও অযথা জ্বালাতন বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এমতাবস্থায়, ভাদুঘর গ্রামের বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসন এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে এবং জনগণের দুর্ভোগ লাঘব করবে।








