বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাজার তদারকির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। এ সময় সহযোগিতা করে কৃষি বিপণন অফিস, ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানকালে দুটি মূদি দোকান ও দুটি চাউল বিক্রয় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো মের্সাস হুমায়রা স্টোর (ব্যক্তি: সোহেল), মের্সাস আলমগীর চাউল (ব্যক্তি: আলমগীর), সুমন স্টোর (ব্যক্তি: সুমন) এবং শিকদার এন্টারপ্রাইজ (ব্যক্তি: শাহিন শিকদার)। প্রতিষ্ঠানগুলোকে যথাক্রমে ১,৫০০, ২,০০০, ১,৫০০ এবং ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।








