শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পশ্চিম মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ ১৬ হাজার ১০০ টাকা।
আটককৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুরের রাজু (২২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দার রাজু ইসলাম (২৫)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, কফি, ফেসওয়াশ, টমেটো কেচাপসহ অন্যান্য সামগ্রী। এসব পণ্যের মধ্যে রয়েছে ২১ হাজার ৩৭৬ পিস নেস্টলে কিটক্যাট, ১২ হাজার ৬৬৪ পিস স্নিকারস এবং ৬ হাজার ৭৮০ পিস ডেয়ারি মিল্ক চকলেট।
আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।








