শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে প্রায় সোয়া ৪ ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ শেষ হলে রাত পৌনে ৮টা থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর আউটার সিগন্যাল এলাকায় মাঝখানের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে আপ লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল করানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্ধ্যা ৬টা থেকে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বগিটি লাইন থেকে সরানো সম্ভব হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, লাইনচ্যুত বগিটি অপসারণের পর আপ এবং ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী নিশ্চিত করেন যে, দুর্ঘটনাকবলিত বগিটি মেরামতের জন্য আখাউড়া নিয়ে যাওয়া হবে। এই দুর্ঘটনার কারণে যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়েছে।








