শব্দদূষণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। কুমিল্লা-সিলেট মহাসড়কে যৌথ এই অভিযানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্নকারী ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি পরিবহনকে তিনটি মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে জরিমানার পাশাপাশি গাড়িগুলো থেকে ৮টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। একইসাথে প্রায় ২০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার লাগানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া, মোবাইল কোর্টের দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ রাখিবুল হাসান প্রসিকিউশন দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।








