জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ক্রিকেটারদের জন্য সুবর্ণ সুযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড কর্তৃক আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই ও মেডিকেল অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই বাছাই কার্যক্রম শুরু হবে।
এই কার্যক্রমে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হক এবং সহকারী বিভাগীয় কোচ শামীম আক্তার ফারুকী। এছাড়া মেডিকেল টিমে থাকবেন বিসিবি অফিসার কামরুল হাসান ও বোর্ড কর্তৃক প্রেরিত নির্ধারিত ফিজিও।
আগ্রহী খেলোয়াড়দের বয়সসীমা হলো— অনুর্ধ্ব-১৪ (জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০১১ বা এর পরে), অনুর্ধ্ব-১৬ (জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০০৯ বা এর পরে) এবং অনুর্ধ্ব-১৮ (জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০০৭ বা এর পরে)।
খেলোয়াড়দের সঙ্গে আনতে হবে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি, ক্রিকেট পোশাক, ব্যাটসম্যান হলে ক্রিকেট সরঞ্জাম, অনলাইন জন্ম নিবন্ধন এবং পিএসসি / জেএসসি / এসএসসি / এডমিট কার্ড / রেজিস্ট্রেশন কার্ড / স্কুলের প্রত্যয়নপত্র— সবগুলোর মূল কপি ও ফটোকপি।
উল্লেখ্য, গত বছর যাদের মেডিকেল হয়েছে সেই পুরাতন খেলোয়াড়দেরও নির্দিষ্ট তারিখ ও সময়ে ক্রিকেট সরঞ্জাম নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বাছাই প্রক্রিয়াকে জাতীয় পর্যায়ে খেলার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ার উদীয়মান ক্রিকেটারদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের জন্য মাইনুল হোসেন চপল (সদস্য, জেলা ক্রীড়া সংস্থা- ০৭১১-৮৩০৩৯৯), মো: আজিম (সদস্য, জেলা ক্রীড়া সংস্থা- ০৭১১-১০৮৩০০) এবং মোহাম্মদ রুহুল কুদ্দুছ শামীম (সহ: জেলা কোচ, বিসিবি- ০৭১২-৭৩২৬১৩) এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।








