ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আনুমানিক ৭ মাস বয়সী এক নবজাতকের ছিন্নভিন্ন মরদেহ ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে জন্ম দেওয়ার পর ফেলে দেওয়া হয়েছিল এবং শিয়াল তার শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা উত্তরপাড়া এলাকার নোয়াবাড়ির হাজী লাল ভূঁইয়ার বাড়ির পাশের একটি ঝোপে নবজাতকটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নবজাতকটির শরীরের বেশিরভাগ অংশ শিয়াল খেয়ে ফেলায় তার লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। এমন অমানবিক কাজ যারা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, নবজাতকের পরিচয় শনাক্ত না হলে তারা বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা করবে।
এই ঘটনা আবারও সমাজে মানবিকতার চরম অবক্ষয়ের দিকটি তুলে ধরল। যেখানে অসংখ্য দম্পতি সন্তানের জন্য হাহাকার করছেন, সেখানে কেউ নিজের গর্ভজাত সন্তানকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।








