ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার স্কাউটস-এর উদ্যোগে জেলার সকল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের অংশগ্রহণে ৫ম গ্রুপ সভাপতি ওয়ার্কশপ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট, ২০২৫) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এক ছাতার নিচে মিলিত হয়ে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
কোর্স পরিচালক প্রফেসর মোজাহিদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এজেডএম আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হান্নান খন্দকার এবং প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার কমিশনার অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এজেডএম আরিফ হোসেন বলেন, “আজ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের এই ওয়ার্কশপটি একটি মিলনমেলায় পরিণত হয়েছে। আমি আশা করছি, প্রতি বছর এমন একটি আয়োজন হবে যেখানে আমরা সবাই একত্রিত হয়ে নিজ নিজ রোভার স্কাউট গ্রুপকে আরও বেশি গতিশীল করতে পারবো।” তিনি আরও বলেন, এই ধরনের কর্মশালা স্কাউটিংয়ের প্রতি আগ্রহ বাড়াতে সক্ষম। সুন্দর এই আয়োজনের জন্য তিনি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মো. আব্দুল হান্নান খন্দকার বলেন, “নিজ জেলার সকল অধ্যক্ষদের এভাবে একসাথে করার সুযোগ করে দিয়েছে জেলা রোভার স্কাউট। ওদের এই আয়োজনে আমি মুগ্ধ। ভবিষ্যতেও এমন শিক্ষণীয় কর্মশালায় আমরা আরও বেশি বেশি একত্রিত হতে চাই।”
ওয়ার্কশপের পরিচালক প্রফেসর মোজাহিদ হোসাইন বলেন, এই আয়োজনটি ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের জন্য খুবই জরুরি ছিল এবং এটি সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী অধ্যক্ষরা কর্মশালা শেষে স্কাউটিংকে ভালোবাসবেন এবং এর পাশে থাকবেন।
এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রফেসর আবু তাহের ও মোহাম্মদ শরীফ জসিম। পুরো কোর্সটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার সম্পাদক অলি আহাদ রতন। সবশেষে, জেলা রোভারের পক্ষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা রোভার কমিশনার হাফেজ মোঃ শফিকুর রহমান।








