কওমী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে আগামীকাল ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরব্যাপী অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
হাটহাজারী মাদ্রাসায় আক্রমণ এবং আল্লামা শায়েখ সাজিদুর রহমান হাফিযাহুল্লাহ’র বিরুদ্ধে কটুক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতেই এই অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
কওমী ছাত্র ঐক্য পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এই অবরোধে সর্বসাধারণের সমর্থন ও অংশগ্রহণ কামনা করেছেন। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে তারা দাবি করেছেন।








