বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে পল্লী বিদ্যুতের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলে সরকার তা মেনে নেবে না। তিনি বলেন, সরকারের কাছে বিকল্প ব্যবস্থা আছে এবং দ্রুত কাজে যোগ না দিলে সরকার সেই পথে হাঁটবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তাদের অনেকে চেষ্টা করছেন। যদিও মন্ত্রণালয় এমনটি মনে করে না, তবে তারা দ্রুত কাজে ফিরে না এলে এই ধারণাই সত্য বলে ধরে নেওয়া হবে।
ফাওজুল কবির খান সকলকে দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কর্মীরা ছুটিতে থাকায় তাদের সাথে আলোচনা করা সম্ভব হচ্ছে না। তারা কাজে ফিরে এলে যেকোনো সময় আলোচনায় বসা যাবে। তিনি আরও জোর দিয়ে বলেন, বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় সেবা, যা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব। তিনি জানান, আগে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল, তখন অনেকে ফিরে এসেছিলেন, কিন্তু কিছু লোক তাদের বাধা দিয়েছিল।
উপদেষ্টা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখতে একজন সাবেক সচিবের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরি বিধিমালা তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে উদাসীন নয় এবং সম্ভাব্য সবকিছু করছে।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, যারা কাজে যোগ দিতে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি উল্লেখ করেন, গণছুটির পরেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না। তিনি আরও বলেন, সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে, এটিকে দুর্বলতা ভাবলে ভুল হবে।
উপদেষ্টা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কিছু দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। আরও অনেক দাবি পূরণের জন্য আইন ও বিধির পরিবর্তন প্রয়োজন, যা নিয়ে কাজ চলছে








