ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারীর নাম মাহমুদা বেগম (৩৫)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আউলিয়া বাজার থেকে দেওয়ান বাজার যাওয়ার পথে দাড়িয়াপুর এলাকায় মাহমুদা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাহমুদা বেগম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আজাদ মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান মাদক নির্মূলে পুলিশের দৃঢ় প্রতিজ্ঞার অংশ বলে ওসি জানান।








