বিজয়নগর উপজেলায় মাদক বিরোধী এক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১লা সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মায়ের দোয়া এলপিজি গ্যাস পাম্পের সামনে থেকে একটি ৫ টনের ট্রাক আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার আলমাছ মিয়া এবং ময়মনসিংহ জেলার শাকিল মিয়া। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
ওসি মো. শহীদুল ইসলাম জানান, আটককৃত গাঁজা ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হ








