বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর বাজারের সামনে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত বাসচালক মো. ফরিদ মিয়াকে (৫৫) মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়াগামী একটি দিগন্ত লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক ফরিদ মিয়াসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি আরও জানান, দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।








