ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে একটি নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাবটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। মিরাসানী পলিটেকনিক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
বক্তারা তাঁদের বক্তব্যে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, এই কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদেরকে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রস্তুত করবে। শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে পারে, সেদিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন যে, বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হলে প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। একইসাথে, শিক্ষার্থীদেরকে মুঠোফোন ব্যবহার কমানো এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।
কম্পিউটার ল্যাব উদ্বোধনের আগে, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তাঁর নেতাকর্মীদের নিয়ে উপজেলার সিঙ্গারবীল বাজারসহ বিভিন্ন হাট-বাজার, মসজিদ, মাদ্রাসা এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ চালান।








