ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের আডিয়ল গ্রামের নিজ বাড়ির বাংলা ঘর থেকে ৬০ বছর বয়সী বাচ্চু খন্দকারের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, আডিয়ল গ্রামের সিদ্দিক খন্দকারের ছেলে বাচ্চু খন্দকার গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ দুপুর ২টার দিকে তাঁর বাড়ির বাংলা ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ঘরে ঢুকে গলিত লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। নিহত বাচ্চু খন্দকার পেশায় আদম ব্যবসায়ী ছিলেন এবং তিনি একাধিক (৩/৪টি) বিয়ে করেছিলেন। তবে বর্তমানে কোনো স্ত্রীই তাঁর সঙ্গে থাকতেন না এবং তাঁর নির্দিষ্ট কোনো থাকা-খাওয়ার স্থানও ছিল না।
পরিবারের সদস্যদের দাবি, পূর্ব শত্রুতার জেরেই বাচ্চু খন্দকারকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলিত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








