বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে সরাইল উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিজয়নগর উপজেলাকে অখন্ড রাখার দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে। এই দাবিতে আগামীকাল, রবিবার,৭ সেপ্টেম্বর, সকাল ১০ ঘটিকায় চান্দুরা ডাক বাংলায় একটি দুর্বার আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আসন রক্ষায় সর্বদলীয় সংগ্রাম পরিষদ, বিজয়নগরের আহ্বানে এই কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংগ্রাম পরিষদ মনে করে, এই বিভাজন বিজয়নগরের সামাজিক ও ভৌগোলিক অখণ্ডতাকে নষ্ট করবে। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা শান্তিপূর্ণ কিন্তু জোরালো প্রতিবাদ চালিয়ে যাবে বলে জানিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে এই আন্দোলন তাদের দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে এবং বিজয়নগর উপজেলার অখণ্ডতা বজায় থাকবে।








