ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঢোলভাঙ্গা নদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর অবশেষে শিশু ইব্রাহীম ভূইয়ার (১০) লাশ উদ্ধার করা হয়েছে। ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, গত ৭ অক্টোবর গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল। দীর্ঘ দুই দিনের খোঁজাখুঁজির পর আজ, বৃহস্পতিবার, সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সোনারামপুর ইউপির ইছাপুর (শান্তিপুর) এলাকায় ঢোলভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। লাশটি ইছাপুর শিবপুর টাওয়ার এলাকার কাছে ভেসে উঠেছিল।
খবর পেয়ে ইব্রাহিমের পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।








