ভোলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি এলাকায় মেঘনা নদীতে অনুমোদিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার (বালু তোলার যন্ত্র) আটক করা হয়েছে। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এ ড্রেজারগুলো আটক করা হয়। অভিযোগ পাওয়ার পর তারা ঘটনাস্থলে এগিয়ে যায় এবং অনুমোদিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের কাজ করতে দেখা যায় ওই ড্রেজারগুলো।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন। কোর্টের রায়ে ৩টি ড্রেজারের মালিকের বিরুদ্ধে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। তৎক্ষণাৎ জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “নদী ও পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কখনই সহ্য করা হবে না। প্রশাসনের নজরদারি চলমান থাকবে। কেউ অনুমোদিত সীমা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, রাতের অন্ধকারে অনুমোদন ছাড়াই নদী থেকে বালু তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এবারের অভিযানের পর তারা নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর সীমানা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








