ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৬ সেপ্টেম্বর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ৯টার দিকে থানার অধীন ৮ নং আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি এলাকা থেকে তারা জমির আলী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
অভিযানের সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জমির আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বাবা-মার নাম যথাক্রমে আব্দুল ছাত্তার ও ফরিদা বেগম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একটি মামলা রুজু করা হয়েছে।








