সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নিয়েই অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেবো।” তিনি আরও বলেন যে, বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে এনে শাস্তি দেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে দায়িত্ব গ্রহণের পরপরই জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ফেরার পথে তিনি কোম্পানীগঞ্জের তিনটি ক্রাশার মিলে আকস্মিক অভিযান চালান এবং সেখান থেকে সব পাথর জব্দ করেন।
এ বিষয়ে নতুন জেলা প্রশাসক জানান, পরিদর্শনের সময় তিনটি জায়গায় তিনি সাদা পাথর দেখতে পান। পাথর ব্যবসায়ীরা ট্রাকের নিচে সাদা পাথর দিয়ে তার ওপর এলসি পাথর দিয়ে ঢেকে রেখেছিল। তিনি জব্দ করা পাথরগুলো যেন সেখান থেকে সরানো না হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, সাদাপাথরকে তার আগের রূপে ফিরিয়ে আনতে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই লুটপাটের সঙ্গে কারা জড়িত, কেন এবং কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা তাদের শক্তি, এবং জনগণ ইতিমধ্যেই এই অবৈধ কাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
দায়িত্ব গ্রহণের সময়ও তিনি সতর্ক করে বলেন যে, সিলেট হলো ‘প্রকৃতি কন্যা’, তাই একে প্রকৃতির মতোই থাকতে দেওয়া উচিত। তিনি টেকসই উন্নয়নের ওপর জোর দেন, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। তিনি সকলকে আইন ও নিয়ম মেনে চলার অনুরোধ করেন।








