ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানিতে মারামারির ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই জিডি ইসি সচিবালয়ের পক্ষ থেকে করা হয়েছে, যেখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।
গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তির শুনানিতে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসি কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে শান্ত করেন। পরে শুনানি স্থগিত করে ইসি সচিব সংশ্লিষ্টদের কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, এই মারামারির ঘটনার পর তাঁরা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছেন এবং একটি জিডি করেছেন। তিনি আরও বলেন, এখন তদন্তের বিষয়টি সম্পূর্ণ পুলিশের এখতিয়ার।








