ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে মারধরের ঘটনায় বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) এর মহাসচিব আসাদুজ্জামান জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ রবিবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে আহত নার্স সেলিনা সুলতানার অবস্থা দেখেন ও দ্রুত বিচার দাবি করেন।
গত শুক্রবার দুপুরে শ্বাসকষ্টে ভর্তি এক রোগীর স্বজনরা সেবা দিতে বিলম্বের অভিযোগে নার্স সেলিনাকে মারধর করে। এ ঘটনায় হাসপাতালের আরএমও মামলা করলে পুলিশ রোগীর ছেলে রায়হানকে গ্রেফতার করে। বিএনএ নেতারা এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি চেয়েছেন।








