ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে।
ঘটনার বিস্তারিত জানা যায়, নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম নামে এক রোগী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে দায়িত্বপ্রাপ্ত নার্স সেলিনা সুলতানা তাকে ইনজেকশন দিতে কিছুটা দেরি করলে রোগীর ছেলে রায়হান ও অন্যান্য স্বজনরা উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা নার্সের সাথে উচ্চস্বরে কথা কাটাকাটি শুরু করেন এবং পরে তাকে মারধর করে গুরুতর আহত করেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তামিম রায়হান জানান, নার্স সেলিনা অন্য একটি রোগীর সেবা দিচ্ছিলেন, তাই জরিনা বেগমকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু রোগীর স্বজনরা বিষয়টি মেনে নেননি এবং হামলা চালান। এতে নার্সের মাথায় আঘাত লাগে ও রক্তপাত হয়। তাকে জরুরি ভিত্তিতে সেলাই দিতে হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় প্রধান আসামি রায়হানকে গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালে এমন সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত বিচার চেয়েছেন।








