ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মতিনের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নবীনগর প্রেসক্লাবের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় এডভোকেট মোঃ আব্দুল মতিন বলেন, তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করেন। তিনি তার আইন পেশার বিভিন্ন দায়িত্বে থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তার দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতার কথা বলেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্বের উপর জোর দেন। তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে এবং নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান।
নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








