নবীনগর জোনাল অফিসের আওতাধীন এলাকায় ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর লক্ষ্যে একটি নতুন ১০ MVA ক্ষমতাসম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করা হচ্ছে। আগামী মঙ্গলবার ও বুধবার নবীনগর-১ উপকেন্দ্রে এই ট্রান্সফরমারটির কমিশনিং কাজ সম্পন্ন হবে।
এই উদ্যোগের মাধ্যমে নবীনগর জোনাল অফিসের অধীন এলাকাগুলো, বিশেষ করে নবীনগর পৌরসভার আওতাধীন অঞ্চলগুলিতে বিদ্যুৎ সরবরাহের অবস্থায় আমূল ইতিবাচক পরিবর্তন আসবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসী আগামীদিনে আরও নির্ভরযোগ্য ও উন্নত বিদ্যুৎ সেবা পাবেন।
এ বিষয়ে নবীনগর জোনাল অফিসের এজিএম তুর্জয় মিত্র ব্রাহ্মণবাড়িয়া লাইভকে বলেন,বৈদ্যুতিক লোডের সাথে সাপ্লাই ক্ষমতা সামঞ্জস্য রাখার লক্ষ্যে আগামী মঙ্গলবার ও বুধবার নবীনগর-১ উপকেন্দ্রের নতুন একটি ১০ MVA পাওয়ার ট্রান্সফরমার কমিশনিং কাজ চলমান থাকবে। এতে নবীনগরের বাসিন্দাদের আগামীদিনে আরো উন্নত বিদ্যুৎ সরবরাহের দ্বার উন্মুক্ত হবে। বিশেষ করে নবীনগর পৌরসভার আওতাধীন এলাকাসমূহে আগামীতে বিদ্যুতের চিত্র আমূল পরিবর্তন হবে বলে আমরা আশাবাদী।এই নতুন ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আমাদের সাপ্লাই ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ক্রমবর্ধমান লোডের সাথে সামঞ্জস্য রাখা সম্ভব হবে। এর ফলে এলাকার ভোক্তা বা ক্রেতাদের কাছে আরও উন্নত গুণমানের বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এলাকাবাসীর কাছে এই খবরটি সুসংবাদ হিসেবে গ্রহণ করা হয়েছে এবং তারা দ্রুত কাজটি শেষ হওয়ার জন্য প্রত্যাশী।








