ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৬নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি নারায়ণপুর গ্রামের মৃত নূর ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নারায়ণপুর অটোরিকশা গ্যারেজে কাজ করার সময় কাজল মিয়া অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাজল মিয়া ওই গ্যারেজে দীর্ঘ দিন ধরে মেকানিক হিসেবে কাজ করতেন।








