ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী শিশু রোকেয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গ্রামের সাহিদুল মিয়ার মেয়ে। আজ মঙ্গলবার এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। বর্তমানে শিশুটির লাশ নবীনগর সরকারি হাসপাতালে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রোকেয়া সবার অগোচরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলতে খেলতে কোনো এক সময় সে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে








