ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামে এক গৃহবধূর কান থেকে জোরপূর্বক স্বর্ণের দুল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে তার দুই কানই গুরুতরভাবে আহত হয়; রক্তক্ষরণ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার দুই কানে মোট ১২টি সেলাই দিতে হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে, কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বাড়ির মালিক ফজরের নামাজ আদায় করতে বের হলে, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার স্ত্রীর ওপর হামলা চালায় এবং জোরপূর্বক তার দুই কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।
হামলার পর গৃহবধূ গুরুতর রক্তক্ষরণে ভুগলে, স্বজনরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার দুই কানে ১২টি সেলাই দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গ্রাম্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনা রোধে এলাকায় পুলিশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
নবীনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তারা দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।








