নবীনগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পালবাড়ি বাজারে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ নরু মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম মামুন অর রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীনগর উপজেলার প্রত্যেক টি ইউনিয়নে ও প্রত্যেক টি ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। আমি নবীনগর উপজেলা কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আমার জন্য দোয়া করবেন আমি যেন বিএনপির মনোনয়ন পেয়ে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারি৷ তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে আপনারা ব্যাংকে যে টাকা জমা রেখেছেন, সেই টাকা বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জালিয়াতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে। এসময় ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ নজরুল মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ। শর্ট শিরোনাম সহ রিরাই প্যারা্কারে
বিএনপি নেতা কে.এম মামুনের মনোনয়ন প্রত্যাশা ও কৃষকদের প্রতি সমর্থন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) বিকেলে পালবাড়ি বাজারে এ সম্মেলন হয়।
ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. নরু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও নবীনগর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কে.এম মামুন অর রশিদ। তিনি বলেন, “নবীনগরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কাজ করছি। কৃষকদের ভাগ্য উন্নয়নে আত্মনিয়োগ করতে চাই। আমার জন্য দোয়া করুন, যেন বিএনপির টিকিট পেয়ে আপনাদের পাশে থাকতে পারি।”
তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “গত ১৭ বছর ধরে ব্যাংকে জমা কৃষকদের টাকা শেখ হাসিনার সরকার জালিয়াতি করে লুট করেছে, দেশকে ধ্বংস করেছে।”
সদস্য সচিব মো. নজরুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল ও পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।








