নবীনগর পূর্ব ইউনিয়নে এক মর্মান্তিক ঘটনায় আপন ভাই-বোন পানিতে ডুবে একসঙ্গে প্রাণ হারিয়েছে। নিহতরা হলো বগডহর জৈনুদ্দীন বাড়ির মরহুম হাবিব মেম্বারের ছেলে জামাল মিয়ার মেয়ে তিশা (০৯) এবং ছেলে আরিয়ান (০৬)।
ঘটনাটি ঘটে আজ দুপুরের পর তাদের বাড়ির পাশের একটি ডুবার পানিতে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিহতদের পরিবারের সদস্যরা প্রথমে এই বিষয়টি টের পাননি। পরে পাশের বাড়ির একজন লোক ওই ডোবায় গোসল করতে গিয়ে প্রথমে একজনের নিথর দেহ দেখতে পান। আরও সন্দেহ হওয়ায় পানিতে তল্লাশি চালালে অপর শিশুটির লাশও বেরিয়ে আসে।
দ্রুত স্থানীয়রা শিশু দু’জনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে মা-বাবা শোকে পাগলপ্রায়। দুই শিশুর এই অকাল মৃ*ত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








