ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিনদুপুরে এক বাড়িতে স্টিলের আলমারি ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের জুর হাটি এলাকার বড় বাজারে আবদুল আইয়ুব মিয়ার বাসায় এ চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাসময় বাসার কোনো সদস্য ঘরে ছিলেন না। চোরেরা এই সুযোগে বাসার মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা একটি স্টিলের আলমারি ভেঙে সেখান থেকে নগদ তিন লাখ টাকা ও তিন ভরির মতো স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।
বাসার মালিক আবদুল আইয়ুব মিয়া জানান, সন্ধ্যায় বাসায় ফিরে তিনি ঘরের দরজা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ভেতরে গিয়ে দেখেন, আলমারিটি ভাঙা এবং সেখানে রাখা টাকা ও গয়নাগুলো নেই। সারাজীবনের সঞ্চয় এক মুহূর্তে হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।








