ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছে এক কিশোর। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের দুটি আঙুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম সারোয়ার হোসেন (১৫)। সে ওই গ্রামের আমির হোসেনের ছেলে। হামলাকারী শ্রাবণ মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সারোয়ার ও শ্রাবণের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্রাবণ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সারোয়ারের ওপর হামলা চালায়। এতে সারোয়ার মাটিতে লুটিয়ে পড়ে এবং তার বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারী শ্রাবণকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”








