রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবরুদ্ধ হয়েছেন দলের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার রাতে ঢামেক হাসপাতালে এই ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা হবে না এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত ড. আসিফ নজরুলকে হাসপাতাল থেকে বের হতে দেবেন না তারা।
নেতাকর্মীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মারধর করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজী কমপ্লেক্সের সামনে নিয়ে যায়। সেখানে নুরুল হক নুরকে মেরে রক্তাক্ত করা হয় বলে তাদের অভিযোগ। তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোনো কথাই শোনেনি। এই ঘটনার প্রতিবাদে এবং জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
সংঘর্ষের পর আহত নুরুল হক নুরকে ঢামেক হাসপাতালে আনা হয়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন।








