জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। আজ রোববার বেলা ১১টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ঘাটিয়ারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠির নলছিটি থানার পুনা বাইলা গ্রামের মোহাম্মদ রানা (২৩), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার পশ্চিম কেশবপুর গ্রামের মিনারা বেগম (৪০) এবং একই থানার কাশিনগর গ্রামের রিয়াদ (২০)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








