ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল সাদী ভূঁইয়া। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে তিনি এই পদে লড়ছেন।
আল সাদী ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের ছফিউর রহমান ভূঁইয়ার ছেলে। গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াশোনা করেন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বর্তমানে মাস্টার্সের ফলপ্রার্থী।
শিক্ষাজীবনের পাশাপাশি গবেষণাতেও তার আগ্রহ রয়েছে। তার গবেষণাপত্র, যা রাজধানীর যানজট এবং হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে লেখা, বর্তমানে একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
আল সাদী একজন সক্রিয় ছাত্রনেতা। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি ছাত্রলীগের প্রার্থীকে পরাজিত করে সূর্যসেন হল সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। সাংবাদিকতায়ও তিনি বেশ সুনাম অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) একজন সক্রিয় সদস্য ছিলেন, এবং ২০২২ সালে ‘ডুজা বেস্ট রিপোর্টার্স অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেন। পরের বছর তিনি ডুজার সহ-সভাপতি এবং ২০২৩ সালে সভাপতি নির্বাচিত হন।
ডাকসুর ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া থেকে এর আগে দুজন জিএস পদে দায়িত্ব পালন করেছেন—৪৭-৪৮ সালে গোলাম আজম এবং ৭০-৭১ সালে আব্দুল কুদ্দুস মাখন। এবার সেই ঐতিহ্য অনুসরণ করে আল সাদী ভূঁইয়া জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তার প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন উমামা ফাতেমা।








