টানা বৃষ্টিতে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর পর্যন্ত প্রধান সড়কের কৃষ্ণনগর সেতুর পরের অংশ ধসে পড়েছে। সড়কের প্রায় ২০ ফুট প্রস্থের মধ্যে প্রায় ১৫ ফুট ভেঙে গভীর খাদে পরিণত হয়েছে। ফলে যে কোনো মুহূর্তে এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে হাজার হাজার মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছাবে।
স্থানীয়রা জানান, যদি আর মাত্র এক ফুট রাস্তা ভেঙে পড়ে, তাহলে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এর আগে একই স্থানে রাস্তা ভেঙে গেলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেছিলেন। তবে বারবার একই স্থানে রাস্তা ভেঙে পড়ায় এলাকাবাসী স্থায়ী সমাধানের জন্য জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।








