হাটহাজারী মাদ্রাসায় তথাকথিত হামলা এবং বিজয়নগরের এক ব্যক্তির দ্বারা হেফাজত মহাসচিবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে বক্তারা ভণ্ড পীর নাঈমসহ অভিযুক্তদের গ্রেফতার এবং আরও কয়েকটি কঠোর পদক্ষেপের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে মূলত পাঁচটি দাবি উত্থাপন করা হয়:
১. ভণ্ড পীর নাঈমের গ্রেফতার: বক্তারা বিজয়নগরের কথিত ভণ্ড পীর নাঈমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যথায়, হরতাল ও অবরোধের মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
২. সুন্নি গোষ্ঠী নিষিদ্ধকরণ: ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত নামধারী সুন্নি গোষ্ঠীর যাবতীয় কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
৩. হাটহাজারীর হামলাকারীদের গ্রেফতার: হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের ওপর হামলা ও উস্কানিদাতাদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানানো হয়।
৪. প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা: বিজয়নগর থানার ওসি এবং ব্রাহ্মণবাড়িয়ার এসপিকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সতর্ক করা হয়। অন্যথায় সরকারের কাছে তাদের প্রত্যাহারের দাবি জানানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
৫. প্রশাসনকে সতর্কীকরণ: ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনকে জামিয়া ইউনুসিয়ার মুরুব্বীদের নির্দেশনা মেনে চলার কথা বলা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রশাসনকেই দায়ী থাকতে হবে বলে জানানো হয়।
জামিয়া ইউনুসিয়ার মুহতামিম আল্লামা মুফতি মোবারক উল্লাহ সাহেবের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে এই সমাবেশ শেষ হয়।








