বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, জনগণ এবার ভোট ডাকাত ও লুটেরাদের ভোট দেবে না। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায়ের জন্য প্রয়োজনে আন্দোলনে নামতে হবে। তিনি বলেন, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের কাছে মাথা নত করা হবে না।
বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আল হেরা কমপ্লেক্সে জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মা’ছুম বলেন, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে হলে জামায়াতের ‘জুলাই ঘোষণা’ ও ‘জুলাই সনদ’কে আইনি ভিত্তি দিতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জামায়াতের ঘোষিত ৭ দফা মেনে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “বাকশালের বুলেটিনখ্যাত সংবিধান দিয়ে দেশ চলতে পারে না।” জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কার আনা জরুরি। একই সঙ্গে অতীত স্বৈরাচার আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার এবং কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন।
জেলা আমির মাওলানা মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিভিন্ন আসনের প্রার্থীরাও বক্তব্য রাখেন।
এতে জেলা আসন কমিটির সদস্য, উপজেলা ও পৌরসভা কমিটির নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন।








