ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে মো. শরীফ (৭) ও শিফা (৮) নামের দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাই পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে বড় বোন ঝাঁপ দিয়েছিল। এ ঘটনায় উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুরা হলো নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দামের সন্তান। ঘটনাটি ঘটেছে রোববার (৫ অক্টোবর) দুপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু শরীফ তাদের বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ছোট ভাইকে ডুবে যেতে দেখে মুহূর্ত দেরি না করে বড় বোন শিফা তাকে বাঁচানোর জন্য পুকুরের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ভাগ্যক্রমে দুজনেই পানির স্রোতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর প্রতিবেশীরা শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম এ বিষয়ে বলেন, “আমি এখনো ঘটনাটি সম্পর্কে অবগত নই। তবে নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে আমরা অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
এই হৃদয়বিদারক ঘটনায় নোয়াগাঁও গ্রামে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।








