ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে খাল দখল করে বালু দিয়ে ভরাটের অপরাধে আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলা সদরে এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে সহায়তা করে নাসিরনগর থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির জানান, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু দিয়ে খাল ভরাট করায় আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








