কৃষ্ণনগর থেকে সিতারামপুর পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ এবং খানাখন্দে ভরা সড়কের মেরামতের কাজ অবশেষে শুরু হয়েছে। রাতের বেলায় দ্রুতগতিতে কাজ চলায় দিনের বেলায় যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে এসেছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।
গত কয়েক বছর ধরে এই রাস্তাটি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। অসংখ্য গর্ত এবং ভাঙাচোরা অংশের কারণে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন জানানোর পর অবশেষে মেরামতের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার মানুষ।
প্রশাসন সূত্রে জানা গেছে, যানজট এড়াতে এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য রাতের বেলায় ভেকু মেশিন ব্যবহার করা হচ্ছে। এর ফলে দিনের বেলায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, “এই রাস্তা দিয়ে যাতায়াত করাটা এক প্রকার দুঃস্বপ্ন ছিল। এখন কাজ শুরু হয়েছে দেখে খুব ভালো লাগছে। আশা করি, খুব তাড়াতাড়ি রাস্তাটি আবার আগের মতো মসৃণ ও নিরাপদ হয়ে উঠবে।”
প্রশাসন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মেরামতের প্রধান অংশ সম্পন্ন হয়ে যাবে। এতে রাস্তাটি পথচারী ও যানবাহনের জন্য আরও নিরাপদ ও সুবিধাজনক হবে। স্থানীয়রা আশা করছেন, এই মেরামত কাজ সম্পূর্ণ হলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ আরও








