অবশেষে ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। যাত্রীদের ব্যাপক চাপের মুখে রেল কর্তৃপক্ষ ৭৭৩/৭৭৪ কালনী এক্সপ্রেসে একটি নতুন ‘ড’ কোচ (D Coach) যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা মাত্র ৫টি থেকে এক লাফে ৪০টিতে উন্নীত হলো।
এই নতুন বগি যুক্ত হওয়ার মাধ্যমে ঢাকা ও সিলেটের সাথে ব্রাহ্মণবাড়িয়ার রেল যোগাযোগ আরও সহজ ও সুবিধাজনক হবে। আগামীকাল থেকে কার্যকর হতে যাওয়া এই পরিবর্তনে স্থানীয় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এটিকে তাদের লেখালেখি ও দাবির ফল হিসেবে দেখছেন। যদিও বিপুল সংখ্যক যাত্রীর চাহিদার তুলনায় ৪০টি আসন এখনও কম, তবুও নতুন কোচ যুক্ত করার এই উদ্যোগকে রেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখছেন তারা।
আগামীকাল থেকে কার্যকর নতুন আসন বিন্যাস:
|
ট্রেনের নম্বর ও নাম |
রুট |
আসন সংখ্যা |
|---|---|---|
|
৭৭৩ আপ কালনী |
ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া |
৪০টি |
|
|
ব্রাহ্মণবাড়িয়া-সিলেট |
৪০টি |
|
৭৭৪ ডাউন কালনী |
সিলেট-ব্রাহ্মণবাড়িয়া |
৪০টি |
|
|
ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা |
৪০টি |
এই অতিরিক্ত আসন বরাদ্দের ফলে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।








