ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ০২/১০/২০২৫ খ্রি. রাত ২৩:৩০ ঘটিকায় কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্বপাড়া এলাকায়। এ সময় পুলিশের একটি চৌকস দল মাদক কারবারি মোঃ সুমন মিয়াকে ( থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা) গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১২৯ (একশত উনত্রিশ) বোতল স্কাফ সিরাপ, ২৩ বোতল (৭৫০ মিলি) এবং ৪৮ বোতল (৩৭৫ মিলি) Master Blenders Signatur Premier Grain Whisky উদ্ধার করা হয়। এছাড়াও, মাদক বহনে ব্যবহৃত একটি টয়োটা মাইক্রোবাসও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে, রাত ২৩:২০ ঘটিকায় কসবা থানা পুলিশের আরেকটি টিম পৌরসভাস্থ সাহাপাড়া এলাকার ভূইয়া নিবাস বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ২০ (বিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল ০৫ (পাঁচ) বোতল Master Blenders Signatur Premier Grain Whisky (৭৫০ মিলি) এবং ১৫ (পনেরো) বোতল Royal Stag Deluxe Whisky। অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া এই মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কসবা থানা পুলিশের এই জোরালো মাদকবিরোধী অভিযান জেলার মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।







