ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে এক ভ্যানচালককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দুলাল মিয়া ওরফে পুংটা বাবুল নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ শত টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।
দুলাল কসবার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুল ইসলাম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মোবাইল কোর্ট আইনে দণ্ডবিধি ৫০৯ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ শত টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এমন অপরাধ যেন কেউ না করতে পারে, সে জন্য কঠোর নজরদারি থাকবে।
এলাকাবাসী এই সুষ্ঠু বিচারকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে যেন কেউ এমন অপরাধ করে শাস্তি থেকে অব্যাহতি না পায়, সে কথাও বলেন।








