ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চৈধপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী মো: রুবেলের স্ত্রী ঊর্মী আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ভোরে নিজ ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই ঘটনা আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।
নিহত ঊর্মীর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, ঊর্মী আত্মহত্যা করেননি। বরং তার শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তাদের দাবি, ঊর্মী একজন গৃহবধূ এবং তিন অবুঝ শিশুর মা। এমন পরিস্থিতিতে তার পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়।
খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি আত্মহত্যা নাকি হত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








