বর্ষা মৌসুমের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামে অনুষ্ঠিত হলো এক জমকালো নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার, ১৩ সেপ্টেম্বর বিকেলে তিতাস নদীর তীরে এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন শত শত দর্শক।
শশই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সৈয়দ মিয়ার উদ্যোগে এবং হাবিব মেম্বারের সভাপতিত্বে এই ঐতিহ্যবাহী আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন সামছু মেম্বার, মিজান, জাকির, সাত্তার এবং সাদেক এই আয়োজনে সহযোগিতা করেন।
এবারের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ নেয় তিনটি নৌকা। এর মধ্যে ছিল বুল্লা এলাকার বাসু মিয়ার নৌকা, একতারপুর গ্রামের শাহ আলম মাস্টারের নৌকা এবং দর্পণ ভূঁইয়ার নৌকা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় সব পুরস্কারের ব্যবস্থা ছিল। প্রথম স্থান অর্জনকারীকে দেওয়া হয় একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি, আর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হয় রাইস কুকার।
নৌকা বাইচ দেখতে তিতাস নদীর দুই তীর শত শত দর্শকে পরিপূর্ণ হয়ে উঠেছিল। বিভিন্ন এলাকা থেকে মানুষ এই দর্শনীয় প্রতিযোগিতা উপভোগ করতে আসেন। অনেকে ভাড়া করা নৌকা নিয়ে নদীর মধ্যে থেকে বাইচ উপভোগ করেন।
এবারের এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি করেছে এবং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।








