সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শনের ঠিক আগেই ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছেন যাত্রী ও চালকরা। বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে এই দীর্ঘ যানজট দেখা দিয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা থেকে ট্রেনে আশুগঞ্জ স্টেশনে পৌঁছান এবং এরপরই তার ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করার কথা। তার এই পরিদর্শনের ঠিক আগে মহাসড়কের এমন অচলাবস্থা সরকারের তড়িঘড়ি সংস্কার কাজকেই প্রশ্নবিদ্ধ করেছে।
জানা যায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। তবে এই প্রকল্পের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। দীর্ঘদিনের সংস্কারের অভাবে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ ছোট-বড় অসংখ্য খানাখন্দে ভরে আছে। মূলত এই গর্তগুলোর কারণেই যানবাহনের গতি কমে যাওয়ায় প্রায় প্রতিদিনই যানজট লেগেই থাকে। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সড়ক পরিদর্শনে আসার খবর পাওয়ার পর গত রোববার থেকে মহাসড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু হয়। একপাশ বন্ধ রেখে তড়িঘড়ি করে এই সংস্কার কাজ চালানোর ফলেই গত তিন দিন ধরে যানজট সৃষ্টি হচ্ছিল, যা বুধবার সকালে এসে তীব্র আকার ধারণ করে এবং ১৫ কিলোমিটার এলাকায় সম্পূর্ণ স্থবিরতা তৈরি করে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এই বিষয়ে জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) দিনগত মধ্যরাত থেকে যানজট আরও তীব্র হয়েছে। তিনি স্বীকার করেন যে মূলত সড়কের দুরবস্থা এবং একপাশে সংস্কার কাজের জন্য মালামাল রাখার কারণেই প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং হাইওয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।








