ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের কাছে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে যাত্রা শুরু করে। আশুগঞ্জ স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ নম্বর বগির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে পেছনের পাঁচটি বগি ছাড়া সামনের অংশটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে।
ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনুর ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, বিচ্ছিন্ন হওয়া বগিগুলো বর্তমানে আশুগঞ্জ স্টেশনের আউটারে রাখা হয়েছে এবং সেগুলোর সংযোগের কাজ চলছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
এই ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে জয়ন্তীকা এক্সপ্রেস এবং তালশহর স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়েছে।








