ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজারের পুরাতন বাঁশবাজারের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আনন্দবাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন।
বক্তারা জানান, প্রায় ২১ শতাংশ খাস জমি থাকা এই স্থানটি দীর্ঘদিন ধরে শহরের যানজট কমাতে মালামাল লোড-আনলোডের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসন প্রায় ২০.৯৪ শতাংশ খাস জমি ৩৩ জন বহিরাগত ব্যক্তির নামে বন্দোবস্ত দিয়েছে। এতে বিকল্প স্থান না থাকায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ।
ব্যবসায়ীরা জনস্বার্থে দ্রুত লিজ বাতিলের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া জানান, বেদখলে থাকা ভূমি উদ্ধার করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে ৩৩ জন ব্যক্তিকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আন্দোলনের নামে কেউ মব সৃষ্টি করলে তা সহ্য করা হবে না।








