ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল মোগড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তারা মতিলাল রবি দাস (৮০) এবং ফারুক ইসলাম (৩২) নামের দুই ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যা পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মতিলাল রবি দাসের বাড়ি মোগড়া বাজারের ৪নং ওয়ার্ডে এবং ফারুক ইসলামের বাড়ি খলাপাড়া গ্রামে।
আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।








